অশ্রুবানে ভাসে শোকাবহ মহররম,
সৃষ্টি জগতে দুঃখ-বেদনা পর্বতসম।
অভিশপ্ত বৃ্ক্ষের কুলাঙ্গার সন্তান
দুরাচারী নাদান সাক্ষাত শয়তান,
বদরের বদলা নিতে মদের চুমুকে
দেয় নবীবংশ ধ্বংসের ফরমান।
ইমাম হোসাইন যায় কুফার পথে
মক্কা মদিনায় রক্তপাত এড়াতে,
ইয়াযিদ বাহিনী বাধা দেয় পথে
অবরুদ্ধ কাফেলা কারবালা ফুরাতে।
বর্শা ও তরবারীর অগণিত আঘাত
অসংখ্য তীর কাঁটার মত বিদ্ধ গায়,
ইমাম দুলদুল ঘোড়া হতে পড়ে যায়
প্রাণহীন পবিত্র দেহ মাটিতে লুটায়।
তথাপি নর পিশাচগণ দেয় নি ছাড়
ইমামের নিথর দেহে শির নাই আর,
পবিত্র দেহের ওপর ঘোড়া দাবড়ায়
ছিন্নভিন্ন দেহ ঢাকে মরু বালুকণায়।
দামেস্কে নবী পরিবার বর্শাগ্রে শির তাঁর
উল্লাসে ইয়াযিদ মালউন ছাড়ে হুঙ্কার,
বদলা- বদর যুদ্ধে পূর্ব-পুরুষ হত্যার
আহমদের কাছ থেকে নিলাম এবার।
ভুলবো না শোকের নিশান কারবালা,
চোঁখের জলে ভেজাবো অন্তরের জ্বালা।