প্রেস বিজ্ঞপ্তি: আজিজ পাইপস লিমিটেড নানাবিধ সমস্যা থাকা সত্ত্বেও ইতোমধ্যে লিজিং কোম্পানির দায়দেনা পরিশোধ করেছে, গত ২৭ মার্চ ২০১৯ তারিখের মধ্যে সাউথইস্ট ব্যাংকের ১৩ কোটি ২০ লাখ টাকা ঋণ সুদবিহীন হিসেবে স্থির করে ২০০৮ সালের জানুয়ারি থেকে শুরু করে ২০১৯ সালের মার্চের মধ্যে ১৩৫টি কিস্তিতে সম্পূর্ণ পরিশোধ করেছে।
সর্বশেষ ন্যাশনাল ব্যাংকের দায় আদালতে মামলা বিচারাধীন থাকা অবস্থায় আউট অব কোর্ট ব্যাংক ও আজিজ পাইপ সমঝোতায় উপনিত হয়ে মাসিক কিস্তি ভিত্তিতে আট কোটি ৮২ লাখ টাকা ঋণ সুদবিহীন হিসেবে স্থির করে কিস্তিতে সম্পূর্ণ টাকা পরিশোধ করেছে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।
উল্লেখ্য, দেশের ইউপিভিসি পাইপ উৎপাদনের ক্ষেত্রে পাইওনিয়ার হিসেবে গুণগত মানসম্পন্ন পাইপ উৎপাদনকারী প্রতিষ্ঠান হিসেবে সুনামের সঙ্গে পরিচালিত হয়ে আসছে এবং প্রতিষ্ঠালগ্ন থেকে ১৫ বছর বিনিয়োগকারীদের লভ্যাংশ প্রদান করে প্রতিষ্ঠিত কোম্পানি হিসেবে খ্যাতি অর্জন করে।
কোম্পানি পরবর্তীতে বিভিন্ন কারণে ব্যবসায়িকভাবে সফলতা অর্জন করতে পারেনি। ফলে বিগত কয়েক বছর লভ্যাংশ প্রদানে সক্ষম হয়নি। কোম্পানির আন্তরিক প্রচেষ্টায় বিগত দুই বছর ধরে নিট লাভ থেকে বিনিয়োগকারীদের গত দুবছর লভ্যাংশ প্রদান করছে। কোম্পানির ব্যবসায়িক অগ্রযাত্রা বর্তমানের মতো অব্যাহত থাকলে ভবিষ্যতেও বিনিয়োগকারীরা কোম্পানি থেকে লভ্যাংশ পাবে বলে কোম্পানিটি জানিয়েছে।