আধুনিক ব্যাংকিং ও উন্নততর গ্রাহক সেবা প্রদানের প্রত্যয়ে লক্ষ্মীপুর জেলায় এনসিসি ব্যাংক এর ১১৭ তম হাজিরহাট শাখা ২৭ জুন, ২০১৯ বৃহস্পতিবার আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করেছে। ব্যাংকের চেয়ারম্যান মোঃ নূরুন নেওয়াজ সেলিম অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শাখাটির কার্যক্রম আনুষ্ঠানিক শুভ উদ্বোধন করেন। ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোসলেহ্ উদ্দীন এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের পরিচালক ও প্রাক্তন ভাইস-চেয়ারম্যান খায়রুল আলম চাকলাদার। অন্যান্যের মধ্যে ব্যাংকের মার্কেটিং এবং শাখা বিভাগের প্রধান আবদুল্লাহ্ আল-কাফী মজুমদার, মানবসম্পদ বিভাগ প্রধান ফয়সাল আহমেদ এবং ব্যাংকের ঊর্ধ্বতন নির্বাহীবৃন্দসহ স্থানীয় বিশিষ্ট ব্যবসায়ী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ এ সময় উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির ভাষণে মোঃ নূরুন নেওয়াজ সেলিম বলেন, এনসিসি ব্যাংক দ্রুততম সময়ে সর্বোত্তম এবং আধুনিক ব্যাংকিং সেবা প্রদানের জন্য গ্রাহকদের নিকট অঙ্গীকারাবদ্ধ। এরই ধারাবাহিকতায় লক্ষ্মীপুরের হাজিরহাটে আধুনিক ব্যাংকিং সেবা পৌঁছে দিতে এনসিসি ব্যাংক কার্যক্রম শুরু করেছে। তিনি এলাকার কৃষিজীবী, ব্যবসায়ী ও পেশাজীবী মানুষদের এই শাখা হতে ব্যাংকিং সুবিধা গ্রহণের আহ্বান জানান।
সভাপতির বক্তব্যে ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোসলেহ্ উদ্দীন আহমেদ বলেন, কৃষি, ব্যবসায়ী ও অবকাঠামো উন্নয়ন দেশের সামগ্রিক উন্নয়নের অন্যতম প্রধান শর্ত। অত্র এলাকার কৃষি, ক্ষুদ্র ও মাঝারি শিল্পের উন্নয়নে এনসিসি ব্যাংকের হাজিরহাট শাখা ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। তিনি বলেন, অনন্য কিছু পণ্য ও সেবা দিয়ে এনসিসি ব্যাংক গ্রাহকদের আস্থা অর্জন করেছে। এসব সেবা গ্রহণের জন্য তিনি ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানান এবং ব্যাংকের কার্যক্রমকে সাফল্যম-িত করে তুলতে সকলের সহযোগিতা কামনা করেন। সংবাদ বিজ্ঞপ্তি