লভ্যাংশ প্রদানে শীর্ষে থাকা পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের কোম্পানি ইস্টার্ন ব্যাংকের এজিএম কাল। ৩১ ডিসেম্বর, ২০১৮ সমাপ্ত হিসাব বছরে বিনিয়োগকারীদের জন্য ২০ শতাংশ নগদ ও ১০ শতাংশ বোনাসসহ মোট ৩০ শতাংশ লভ্যাংশ সুপারিশ করেছে ব্যাংকটির পরিচালনা পর্ষদ। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে। সূত্র মতে, সমাপ্ত বছরে কোম্পানিটির শেয়ার প্রতি সমন্বিত আয় (ইপিএস) হয়েছে ৪.২২ টাকা এবং এককভাবে ৪.১৭ টাকা। সুপারিশকৃত লভ্যাংশ বিনিয়োগকারীদের সম্মতিক্রমে অনুমোদনের জন্য কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামীকাল ২৩ মে, পুলিশ কনভেনশন হল, এসকাটন গার্ডেন রোড, রমনায় অনুষ্ঠিত হবে।
১ হাজার ২০০ কোটি টাকা অনুমোদিত মূলধনের বিপরীতে ব্যাংকটির পরিশোধিত মূলধন ৭৩৮ কোটি টাকা। কোম্পানির মোট শেয়ারের মধ্যে উদ্যোক্তা ও পরিচালকদের কাছে রয়েছে ৩১ দশমিক ৫৬ শতাংশ শেয়ার, প্রাতিষ্ঠানিক ৪৩ দশমিক ৩৭ শতাংশ, বিদেশি বিনিয়োকারীদের দশমিক ৪১ শতাংশ ও সাধারণ বিনিয়োগকারীদের কাছে রয়েছে ২৪ দশমিক ৩৬ শতাংশ শেয়ার।
এদিকে, প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ’১৯) ব্যাংকটির শেয়ার প্রতি সমন্বিত আয় (ইপিএস) হয়েছে ১.১৭ টাকা। এর আগের বছরের একই সময়ে ব্যাংকটির শেয়ার প্রতি সমন্বিত আয় (ইপিএস) ছিল ০.৬৯ টাকা। সে হিসেবে কোম্পানিটির ইপিএস বেড়েছে ০.৪৮ টাকা।
এছাড়া কোম্পানির শেয়ার প্রতি সমন্বিত প্রকৃত সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছে ৩২.৮৪ টাকা এবং শেয়ার প্রতি সমন্বিত নেট অপারেটিং ক্ল্যাশ ফ্লো (এনওসিএফপিএস) হয়েছে ১৯.০৬ টাকা।
ডিএসইতে আজ ব্যাংকটির শেয়ারের সর্বশেষ দর ৩৬ টাকা ৩০ পয়সা। দিনভর দর ৩৬ টাকা ৩০ পয়সা থেকে ৩৬ টাকা ৮০ পয়সার মধ্যে ওঠানামা করে। সমাপনী দর ছিল ৩৬ টাকা ৪০ পয়সা, যা আগের কার্যদিবসে ছিল ৩৬ টাকা ৫০ পয়সা। আজ ১০৬ বারে কোম্পানির মোট ২ লাখ ৩৯ হাজার ৫৬টি শেয়ার লেনদেন হয়। এক বছরে শেয়ারটির সর্বনিম্ন ও সর্বোচ্চ দর ছিল যথাক্রমে ৩০ টাকা ৫০ পয়সা ও ৪৩ টাকা ৯০ পয়সা।
ডিএসইতে প্রাপ্ত তথ্য অনুযায়ী ব্যাংকিং খাতে সবোর্চ্চ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে ইর্স্টান ব্যাংক লিমিটেড, যমুনা ব্যাংক লিমিটেড ও উত্তরা ব্যাংক লিমিটেড। কিন্তু নগদ ও স্টক মিলিয়ে বিনিয়োগকারীদের সবচেয়ে বেশি মুনাফা দিচ্ছে ইর্স্টান ব্যাংক লিমিটেড।
নিচের প্রদত্ত উপাত্ত যেখানে একজন বিনিয়োগকারী পরিষ্কার ভাবে বুঝতে পারবেন ইর্স্টান ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালকের নেতৃত্বে পরিচালিত ব্যাংকটির নজর কাড়া অপারেটিং পারফরম্যান্স। প্রতিষ্ঠানটির কর্পোরেট হেড অফিসে গেলে শুরুতেই গ্রাহক ও বিনিয়োগকারীদের চোখে পড়বে এ যেন ফাইভ স্টার মানের ইন্টান্যাশনাল হোটেলের পরিবেশ। যা মুগ্ধ হওয়ার মতো।
তালিকাভূক্ত ব্যাংকিং খাতের কোম্পানিতে বিনিয়োগকারীদের বোঝার সুবিধার জন্য একটি বিশ্লেষণ তালিকা নিম্নে দেওয়া হলো-
বিশ্লেষণ তালিকা