হিমালয় ডেস্ক: ব্যাংকার্স সিলেকশন কমিটির সদস্যভুক্ত ৪টি ব্যাংকের ‘কর্মকর্তা (সাধারণ)’ পদে সমন্বিত প্রিলিমিনারি পরীক্ষা ২৪ মে অনুষ্ঠিত হবে। বাংলাদেশ ব্যাংকের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। ব্যাংকার্স সিলেকশন কমিটির সদস্যভুক্ত ৪টি ব্যাংক হচ্ছে সোনালী, বিডিবিএল, কর্মসংস্থান ও প্রবাসীকল্যাণ ব্যাংক।
গত বছরের ২৬ নভেম্বর এ ব্যাংকের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। ১০০ নম্বরের ঘণ্টাব্যাপী এই পরীক্ষা সকাল সাড়ে ১০টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত রাজধানীর ৩৯টি কেন্দ্রে অনুষ্ঠিত হবে। এসব কেন্দ্রের তালিকা বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে।