তাঁরা যমজ ভাই। দুজনের চেহারায় এতটাই মিল যে তাঁদের আলাদা করা বেশ কঠিন। ঠিক এই সুযোগ নিতে চেয়েছিলেন তাঁদের একজন। একটি মেয়েশিশুর বাবা হয়েও পিতৃপরিচয় দিতে তাঁর আপত্তি ছিল। দাবি করেছিলেন, শিশুটির বাবা তাঁর ভাই। বিষয়টি আদালত পর্যন্ত গড়ালে বিচারক দুই ভাইকেই শিশুটির ভরণপোষণের খরচ মেটানোর দায়িত্ব দিয়েছেন। শুধু তা–ই নয়, শিশুটির পিতৃপরিচয়ে দুই ভাইয়ের নামই রাখার নির্দেশ দেন আদালত।
ঘটনাটি ঘটেছে ব্রাজিলের মধ্যাঞ্চলীয় গোইয়াস অঙ্গরাজ্যে। যমজ ওই দুই ভাইয়ের বয়স ৩১ বছর। দুই ভাইয়ের একজনের সঙ্গে মেয়েশিশুটির মায়ের খুব অল্প দিনের প্রেম ছিল। এরপরই শিশুটি তার মায়ের গর্ভে আসে। দুই ভাইয়ের চেহারায় এতটাই মিল যে ওই নারীও বুঝতে পারছেন না, তাঁদের মধ্যে কে তাঁর সন্তানের বাবা। ডিএনএ পরীক্ষায়ও কোনো সুরাহা না হওয়ায় শিশুটির মা শেষ পর্যন্ত আদালতের দ্বারস্থ হন।