মো. হুমায়ুন কবির
পবিত্র রমজান
তাকওয়া অর্জনের বাহন,
সময়মত সঠিক কাজ
সম্পাদনের খোদায়ী অনুশীলন।
পবিত্র রমজান
কল্যাণের সমাহার,
বরকত, রহমত ও মাগফেরাত
বিদ্যমান তিন দশে তার।
পবিত্র রমজান
লাইলাতুল ক্বদর তার শান,
হাজার মাস অপেক্ষা শ্রেষ্ঠ এ রাতে
নাজিল হয় আল-কুরআন।
পবিত্র রমজান
কুরআন তেলাওয়াতের বসন্তকাল,
প্রতি আয়াত পাঠে, অন্য মাসে
এক খতমের ছওয়াব বহাল।
পবিত্র রমজান
আল্লাহর মাস- তিনি জানান,
রোজা আমারই জন্যে এবং
স্বয়ং আমি পুরস্কার করবো দান।
পবিত্র রমজান
গুনাহ্ থেকে দেয় পরিত্রাণ,
প্রভুর ক্ষমা ও দয়ার সাগরে
পাপ ধুয়ে করে সৌভাগ্যবান।
========
‘মা দিবস’ শুরু
১৯১৪ সালের ৮ মে,
দ্বিতীয় রোববার মে মাসে
পালন হয় সারা বিশ্বে।
রোযায় কাজের ভীড়ে
‘মা দিবস’ হয় নি খেয়াল,
১২ মে রোববার মা দিবস
পরদিন দেখি খবরের দেয়াল।
মা তুমি নও শুধু দিবসে
শেষরাতে সেহরীর সময়,
সন্ধ্যায় ইফতারীর অপেক্ষায়
মনে পড়ে তোমায়।
আজ তুমি পৃথিবীতে নাই
হয়তো ‘মা দিবস’ ভুলে যাই,
মাগো তোমায় ভুলি নাই
মমতার সাগরে সদা খুঁজে পাই।