হিমালয় ডেস্কঃ একটি দেশের পর্যটন শিল্লের অগ্রগতি বুঝতে অনেকগুলি বিষয়ই নিয়ামক হিসেবে কাজ করে। পাঁচ তারকা হোটেল তার মধ্যে একটি। আবার পাঁচ তারকা হোটেল নিয়েও সাধারণ মানুষের কৌতুহলেরও শেষ নেই। একসময়.. হোটেলের অভ্যন্তরীণ ডেকোরেশন কেমন, সাজসজ্জা, বিভিন্ন কক্ষ ও হলরুমের ভাড়া, খাবারের বিল নিয়েও রয়েছে সীমাহীন জিজ্ঞাসা। আশাকরি, এ আর্টিকেল থেকে হিমালয়ের পাঠকবৃন্দ কিছুটা হলেও তাদের কৌতুহল মেটাতে পারবেন।কয়েক বছর আগেও ঢাকায় পাঁচ তারকা হোটেল বলতে ছিল শুধুই প্যান প্যাসিফিক সোনারগাঁও এবং হোটেল শেরাটন। কিন্তু সময় পাল্টেছে। ঢাকায় এখন গড়ে উঠছে একের পর এক পাঁচ তারকা হোটেল। ইতিমধ্যে যাত্রাও শুরু করেছে বেশ কয়েকটি। তৈরি হচ্ছে আরও কিছু আন্তর্জাতিক চেইন পাঁচ তারকা হোটেল। শুধু রাজধানীতে নয়, ঢাকার বাইরে চট্টগ্রাম, সিলেটেও গড়ে উঠছে পাঁচ তারকা হোটেল ও রিসোর্ট। সূত্রমতে, ছয়টি আন্তর্জাতিক চেইন হসপিটালিটি গ্রুপ ২০১৬ সালের মধ্যে ঢাকা, চট্টগ্রাম ও কক্সবাজারে মোট ১০টি নতুন পাঁচ তারকা হোটেল তৈরির চুক্তি সম্পন্ন করেছে।
ট্রাভেল এজেন্সিগুলোর তথ্যমতে, ঢাকায় বর্তমানে চালু থাকা পাঁচ তারকা হোটেলগুলোর মধ্যে সবচেয়ে পুরনো সোনারগাঁও। বিশ্বের নয়টি দেশে পাঁচ তারকা হোটেল পরিচালনা করা কোম্পানি প্যান প্যাসিফিক এটি পরিচালনা করছে। দেশের অন্য পুরনো হোটেল রূপসী বাংলা বা হোটেল শেরাটন এখন বন্ধ রয়েছে, চলছে সংস্কারকাজ। আগামী বছর সংস্কারকাজ শেষ হলে এটি পরিচালনা শুরু করবে আরেক আন্তর্জাতিক চেইন হোটেল পরিচালনা প্রতিষ্ঠান ইন্টারকন্টিনেন্টাল। বর্তমানে ঢাকায় থাকা পাঁচ তারকা হোটেলগুলোর মধ্যে সবচেয়ে ব্যস্ততম হোটেল হিসেবে আবির্ভূত হয়েছে গুলশানে থাকা হোটেল ওয়েস্টিন। এর পাশাপাশি চালু আছে রেডিসন ব্লু, রিজেন্সি, সিক্স সিজন, প্লাটিনাম স্যুইট ও হোটেল লেকশোর। সম্প্রতি চালু হয়েছে থাইল্যান্ডের ব্র্যান্ড হোটেল আমারি ঢাকা। সর্বশেষ আন্তর্জাতিক খ্যাতনামা প্রতিষ্ঠান স্টার উডের ৩০৪ কক্ষের হোটেল লা মেরিডিয়ান চালু হয়েছে ঢাকার বিমানবন্দর সড়কের নিকুঞ্জে। এটিই কক্ষের বিচারে বাংলাদেশে এখন সবচেয়ে বড় পাঁচ তারকা হোটেল। এর বাইরে নির্মাণের জন্য চুক্তি করা হয়েছে বেশ কিছু হোটেলের। সেগুলোর মধ্যে যুক্তরাষ্ট্রভিত্তিক আন্তর্জাতিক প্রতিষ্ঠান মেরিয়ট ইন্টারন্যাশনাল বাংলাদেশে দুটি প্রতিষ্ঠানের সঙ্গে ঢাকা ও চট্টগ্রামে দুটি পাঁচ তারকা হোটেল নির্মাণের চুক্তি করেছে। এর মধ্যে যমুনা বিল্ডার্সের সঙ্গে ঢাকায় ৭০০ কক্ষের জেডব্লিউ ম্যারিয়ট হোটেল ঢাকা এবং প্যাসিফিক জিন্সের সঙ্গে চট্টগ্রামে ২৫০ কক্ষের জেডব্লিউ ম্যারিয়ট হোটেল চট্টগ্রাম নির্মাণ করছে প্রতিষ্ঠানটি। বর্তমানে চালু থাকা ওয়েস্টিন হোটেলের মালিক প্রতিষ্ঠান ইউনিক হোটেল অ্যান্ড রিসোর্ট ঢাকায় দ্বিতীয় ওয়েস্টিন ও চট্টগ্রামে আরেকটি ওয়েস্টিন হোটেল ৩০০ মিলিয়ন ডলারে তৈরির কাজ শুরু করেছে। ঢাকার গুলশানে আরেকটি পাঁচ তারকা হোটেল নির্মাণ করছে দ্য হিলটন ওয়ার্ল্ডওয়াইড ও প্রিমিয়ার হোটেল অ্যান্ড রিসোর্ট। ২৫০ কক্ষের হিলটন হোটেল আগামী বছরের শুরুতেই চালু হয়ে যাবে। বসুন্ধরা আবাসিক এলাকায় তৈরি হচ্ছে পাঁচ তারকা হায়াত রিজেন্সি হোটেল। এ ছাড়া হোটেল গ্রুপ শেরাটন একটি পাঁচ তারকা হোটেল তৈরির পরিকল্পনা করেছে বসুন্ধরা আবাসিক এলাকাসংলগ্ন পূর্বাচলে। এ ছাড়া ফ্রান্সের অ্যাকর্ড গ্রুপ বাংলাদেশের একটি কোম্পানির সঙ্গে তাদের ব্র্যান্ড হোটেল সোফিয়া স্থাপন করতে যাচ্ছে ঢাকার গুলশান ও চট্টগ্রামে। এ ছাড়া ঢাকার বাইরে চট্টগ্রামে ইতিমধ্যে যাত্রা শুরু করেছে পাঁচ তারকা হোটেল রেডিসন ব্লু। কক্সবাজারেও তৈরি হচ্ছে রেডিসন ব্লুর আরেকটি পাঁচ তারকা হোটেল। সিলেটে পাঁচ তারকা মানের রিসোর্ট তৈরি হয়েছে দুটি। এগুলো হলো মৌলভীবাজারের শ্রীমঙ্গলে গ্র্যান্ড সুলতান টি রিসোর্ট ও গলফ এবং হবিগঞ্জের বাহুবলে দ্য প্যালেস রিসোর্ট অ্যান্ড স্প্যা। ইতিমধ্যে আগ্রহীদের দৃষ্টিও কেড়েছে এসব পাঁচ তারকা রিসোর্ট।