উল্লেখযোগ্য খবর
সম্পাদক পরিষদের বিবৃতি খোলস পরিবর্তন ছাড়া সাইবার নিরাপত্তা আইনে গুণগত পরিবর্তন নেই স্টাফ রিপোর্টার (১০ মিনিট আগে) ২০ সেপ্টেম্বর ২০২৩, বুধবার, ৬:১৪ অপরাহ্ন mzamin facebook sharing button twitter sharing button skype sharing button telegram sharing button messenger sharing button viber sharing button whatsapp sharing button প্রবল আপত্তির মধ্যেই সম্প্রতি আলোচিত ‘সাইবার নিরাপত্তা আইন-২০২৩’ জাতীয় সংসদে পাস হওয়ায় গভীর উদ্বেগ প্রকাশ করছে সম্পাদক পরিষদ। এর মাধ্যমে এই আইনটি সম্পর্কে সম্পাদক পরিষদসহ সংবাদমাধ্যমের অংশীজন এত দিন যে উদ্বেগ-উৎকণ্ঠা প্রকাশ করে আসছিলেন, সেটা যথার্থ বলে প্রমাণিত হয়েছে। ডিজিটাল নিরাপত্তা আইন রহিত করে নতুন আইনে শাস্তি কিছুটা কমানো এবং কিছু ধারার সংস্কার করা হয়েছে। তাই শুধু খোলস পরিবর্তন ছাড়া সাইবার নিরাপত্তা আইনে গুণগত বা উল্লেখযোগ্য কোনো পরিবর্তন নেই। বাকস্বাধীনতা, মতপ্রকাশের অধিকার, গণমাধ্যমের স্বাধীনতা এই বিষয়গুলো খর্ব করার মতো অনেক উপাদান এ আইনে রয়েই গেছে। বুধবার পরিষদ সভাপতি মাহফুজ আনাম ও সাধারণ সম্পাদক দেওয়ান হানিফ মাহমুদ স্বাক্ষরিত বিবৃতিতে এসব কথা বলা হয়। এতে বলা হয়, ডিজিটাল নিরাপত্তা আইনের ৯টি ধারা (৮, ২১, ২৫, ২৮, ২৯, ৩১, ৩২, ৪৩ ও ৫৩) স্বাধীন সাংবাদিকতা ও মতপ্রকাশের স্বাধীনতাকে ভীষণভাবে ক্ষতি করবে বলে সংশোধনের দাবি জানিয়েছিল সম্পাদক পরিষদ। এখন সাইবার নিরাপত্তা আইনে সাতটি ধারায় সাজা ও জামিনের বিষয়ে সংশোধনী আনা হয়েছে। কিন্তু অপরাধের সংজ্ঞা স্পষ্ট করা হয়নি, বরং তা আগের মতোই রয়ে গেছে। ডিজিটাল নিরাপত্তা আইনের ২১ ও ২৮ ধারা দুটি জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে মতপ্রকাশের স্বাধীনতার পরিপন্থী, রাজনৈতিক প্রতিপক্ষকে হয়রানির হাতিয়ার ও বিভ্রান্তিকর হিসেবে বিবেচিত হওয়ায় জাতিসংঘের মানবাধিকার দপ্তর থেকে ধারা দুটি বাতিলের আহ্বান করা হয়েছিল। শাস্তি কমিয়ে এই দুটি বিধান রেখে দেয়ায় এর অপপ্রয়োগ ও খেয়ালখুশিমতো ব্যবহারের সুযোগ থেকেই যাবে। বিবৃতিতে বলা হয়, আইনটি কার্যকর হলে আইনের ৪২ ধারা অনুযায়ী বিনা পরোয়ানায় সন্দেহভাজন ব্যক্তিকে তল্লাশি, কম্পিউটার নেটওয়ার্ক সার্ভারসহ সবকিছু জব্দ ও গ্রেপ্তারের ক্ষমতা পাবে পুলিশ। এর মাধ্যমে পুলিশকে কার্যত এক ধরনের ‘বিচারিক ক্ষমতা’ দেয়া হয়েছে, যা কোনোভাবে গ্রহণযোগ্য নয়। বিজ্ঞাপন আইনের চারটি ধারা জামিন অযোগ্য রাখা হয়েছে। সাইবার-সংক্রান্ত মামলার সর্বোচ্চ শাস্তি ১৪ বছরের জেল ও কোটি টাকা জরিমানার বিধান রাখা হয়েছে। সম্পাদক পরিষদ চায়, ডিজিটাল বা সাইবার মাধ্যমে সংঘটিত অপরাধের শাস্তি হোক। কিন্তু সাইবার নিরাপত্তা আইনের মধ্যে ডিজিটাল নিরাপত্তা আইনের বেশির ভাগ ধারা সন্নিবেশিত থাকায় এই আইন কার্যকর হলে পূর্বের ন্যায় তা আবারও সাংবাদিক নির্যাতন এবং সংবাদমাধ্যমের স্বাধীনতা হরণের হাতিয়ার হিসেবে পরিণত হবে। তাই সাইবার নিরাপত্তা আইনকে নিবর্তনমূলক আইন বলা ছাড়া নতুন কিছু হিসেবে বিবেচনা করা যাচ্ছে না বলে মনে করে সম্পাদক পরিষদ।

ঘুরে আসুন শুভ্র সৌন্দর্যের ট্রলটাঙ্গার

সাদিয়া হুমায়রা: কেউ যখন আমাকে জিজ্ঞেস করত সমুদ্র ভালো লাগে, নাকি পাহাড়? নির্দ্বিধায় বলতাম সমুদ্র। কিন্তু শ্বেতশুভ্র তুষারে মোড়ানো পাহাড়চূড়ায় ওঠার যে মোহ, উত্তেজনা, চলতি পথের রহস্য উদ্​ঘাটনের রোমাঞ্চ, তা আসলেই ভিন্ন। এখন যদি কেউ সেই প্রশ্নটি করে, তাহলে আমার উত্তর হবে—পাহাড়। আমাদের নরওয়ে ভ্রমণের একটি অংশ ছিল বরফজমাট ট্রলটাঙ্গা পর্বতে ট্রেকিং। ট্রলটাঙ্গার শাব্দিক অর্থ দানবের জিহ্বা। নরওয়ের হরডাল্যান্ড বিভাগের অড্ডাতে অবস্থিত এই ট্রলটাঙ্গা। মূল পাহাড় থেকে ট্রলটাঙ্গা সমান্তরালভাবে অভিক্ষিপ্ত হয়ে আছে ‘রিঙ্গেডালসভেটনেট’ হ্রদের ওপর। পাহাড় থেকে অভিক্ষিপ্ত অংশটুকু দেখলে নামকরণের যথার্থতা খুঁজে পাওয়া যায়। সমুদ্রপৃষ্ঠ থেকে উচ্চতা ৩ হাজার ৬০৯ ফুট। যাওয়া-আসা মিলিয়ে ২২ কিলোমিটার দূরত্ব অতিক্রম করতে হয়।

২৯ মার্চ ২০১৮। স্টাভেঙ্গার থেকে ট্রলটাঙ্গার স্টার্টিং পয়েন্টে আমরা এজেন্টের দল আসার আগেই পৌঁছে গিয়েছিলাম। সব ট্রেকার এসে পৌঁছালে ‘ট্রলটাঙ্গা অ্যাকটিভ’ নামের ট্যুর এজেন্সির আউটলেট থেকে আমরা পানিরোধী ইনস্যুলেটেড হাইকিং বুটস, হাইকিং স্টিক ভাড়া নিলাম। তখন বাজে প্রায় সকাল আটটা। ট্রেকিং নিয়ে ট্রেকারদের উদ্দেশে ব্রিফিং দেওয়া হলো। ব্রিফিং শেষেই শুরু হলো আমাদের ট্রেকিং।

প্রথম দুই কিলোমিটার খাড়া পাহাড় উঠতে হলো। এরপর পাঁচ মিনিটের বিরতির পর আবার শুরু হলো পাহাড়ে চড়া। মাঝেমধ্যে খাড়া অংশ পার হতে হচ্ছিল, যেটা দেখে নিজেই তাজ্জব হয়ে যাচ্ছিলাম। আমরা সবাই চলছি, কয়েক কিলোমিটার যাওয়ার পরপর পাঁচ–দশ মিনিটের বিরতি। সে সময় একটু পানি খেয়ে, হালকা নাশতা করে ঝটপট আবার যাত্রা শুরু করি।
এমনভাবেই কেটে গেল সাতটি ঘণ্টা! এর মধ্যে অনেক খাড়া পাহাড়ে চড়েছি, অনেক জায়গাতেই হয়তো পাহাড় ভেবে পা ফেলেছি কিন্তু সেই জায়গাটি শুধু বরফ হওয়ায় বরফ ভেঙে কিছুটা নিচে পড়ে গিয়েছি, আবার খানিকটা পথ ঘুরে ওপরে উঠেছি। কোনো কোনো সময় প্রবল হাওয়া আমাদের কাঁপিয়ে রেখে গেছে আর কখনো–বা পাহাড়ের ওপর থেকে ‘রিঙ্গেডালসভেটনেট’ হ্রদের পাগল করা সৌন্দর্য দেখে ট্রেকিংয়ের কষ্ট ভুলে গেছি। দিকনির্দেশনার জন্য সব সময় আমাদের সঙ্গে গাইড ছিল। এ ছাড়া চলতি পথে পাথরের গায়ে ‘টি’ লেখা থাকে বা খুঁটি গাঁথা থাকে—সেই অনুযায়ী চললেই দেখা মিলবে অতি আকাঙ্ক্ষিত ট্রলটাঙ্গা। সেখানে পৌঁছাতে যখন আরও চার কিলোমিটারের মতো বাকি তখন আমরা সবাই কাঠের তৈরি একটি কক্ষে কিছুক্ষণ অবস্থান করি, যা সারভাইভালের জন্য নির্মিত। ট্রেকিংয়ের মধ্যে সেখানেই সর্বোচ্চ সময়ের জন্য বিরতি পাওয়া যায়। এদিকে সূর্যের আলোর চরম তীক্ষ্ণতা অন্যদিকে বাতাসের প্রবল বেগ—এসব ছেড়ে যখন সেই রুমে আমরা প্রবেশ করলাম, মনে হলো ঠান্ডার মধ্যে এমন পরিতৃপ্তি আগে কখনো মেলেনি আর সেখানে থার্মোস থেকে পানি নিয়ে বানানো রেডিমিক্স হট চকলেটটি আমার জীবনের খাওয়া শ্রেষ্ঠ হট চকলেট।

সেদিন ট্রলটাঙ্গার তাপমাত্রা ছিল হিমাঙ্কের ১৪ ডিগ্রি সেলসিয়াস নিচে। প্রবল বেগে হাওয়ার কারণে মনে হচ্ছিল যেন মাইনাস ৩০ ডিগ্রি! সেই রুম থেকে কিছুটা ঝরঝরে হয়ে নতুন উদ্যমে শুরু হলো আমাদের যাত্রা। আর একটু এগোলোই ট্রলটাঙ্গা—আমাদের কাঙ্ক্ষিত গন্তব্য।
অবশেষে আমরা আমাদের গন্তব্যে পৌঁছালাম। সে এক অবর্ণনীয় সৌন্দর্য! ওখানে দাঁড়িয়ে সবিস্ময়ে দেখেছি সৃষ্টিকর্তার সুনিপুণ শৈল্পিক সৃষ্টি, যার বৈচিত্র্যের কোনো শেষ নেই। তার সৌন্দর্য বহুগুণে বাড়িয়ে তুলেছে ‘রিঙ্গেডালসভেটনেট’ হ্রদ এবং তার দুই ধারের শ্বেতশুভ্র পাহাড়। আসলেই যেন প্রকাণ্ড পাহাড়ের দেহ থেকে এক জিহ্বা বের হয়ে আছে। ক্রিস্টালের ওপর থেকে আলোকচ্ছটা দেখতে যেমন, জমে থাকা লেকের পানির ওপর সূর্যের আলো পড়ায় মনে হচ্ছিল যেন ক্রিস্টালের ওপর থেকেই বিচ্ছুরিত হচ্ছে সেই আলো। যেই ট্রলটাঙ্গার ছবি দেখে এখানে এসেছি; সেখানে দাঁড়িয়ে অনুভব করলাম এ যে আরও সুন্দর। সেই সৌন্দর্য এবং ট্রলটাঙ্গা জয়ের আনন্দ, নামার সময় আমাদের কষ্টটা যেন অর্ধেক করে দিয়েছিল। নামতে সময় কম লাগে, আমাদের নামতে লেগেছিল প্রায় ছয় ঘণ্টা। নামতে নামতে আমাদের রাত হয়ে গিয়েছিল। যেহেতু ট্রেকিংয়ে আমরা দুজন তেমন পারদর্শী ছিলাম না, অন্য ইউরোপিয়ানদের থেকে আমাদের সময় লেগেছিল কিছুটা বেশি। কিন্তু সেটাও ছিল আমাদের জন্য আশীর্বাদস্বরূপ। কারণ, রাত হওয়ায় আমরা দেখতে পেয়েছিলাম বরফে মোড়ানো সাদা পাহাড়ের ওপরে ছড়িয়ে পড়া চাঁদের আলো। শ্বেতশুভ্র বরফের ওপর জ্যোৎস্নার আলো সৃষ্টি করেছিল এক মোহময়ী রূপ, উপভোগ করেছিলাম নৈসর্গিক সৌন্দর্য, যা ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। এ শুধু নিজের অনুভবের।

ওপরে ওঠার সময় প্রথম দুই কিলোমিটার ছিল সবচেয়ে কঠিন কিন্তু নামার সময় যখন সেখান থেকে আলো ঝলমলে রাতের শহরটাকে দেখছিলাম, তখন মনে হচ্ছিল যে পৃথিবীটা অতি সুন্দর, বিস্ময়কর, অতি রহস্যময়।

কীভাবে যাবেন: আমরা যেহেতু স্নো মাউন্টেন ট্রেকিং করেছিলাম, গাইডেড ট্যুরে আগে থেকেই বুকিং দিয়ে রেখেছিলাম। নরওয়ের ট্রমসো থেকে দুপুরের ফ্লাইটে স্টাভেঙ্গারে যাই। সেখান থেকে রাত আড়াইটার দিকে গাড়িতে করে রওনা দিলাম অড্ডার উদ্দেশে। সাড়ে ছয়টার দিকে আমরা পৌঁছে যাই ট্রলটাঙ্গা অ্যাকটিভের স্টার্টিং পয়েন্টে। স্নো মাউন্টেন ট্রেকিংয়ের পরিকল্পনা থাকলে তার আগের রাতে যেন পর্যাপ্ত বিশ্রাম এবং ঘুম হয় সেদিকে যত্নশীল হতে হবে। সে জন্য স্টাভেঙ্গার বা বার্গেন বিমানবন্দর থেকে সরাসরি অড্ডায় গিয়ে কোনো হোটেলে রাত যাপন করতে পারেন। ট্রেকিংয়ের দিন ভোরে ‘অড্ডা’ থেকে ট্রলটাঙ্গায় (ট্রেকিং শুরুর স্থানে) পৌঁছে যাবেন দেড় ঘণ্টার বাসভ্রমণে।

শীতকালে গাইডেড ট্যুর নিতে জনপ্রতি বাংলাদেশি টাকায় ১৩ থেকে ১৫ হাজার টাকা করে লাগবে। এই এজেন্টেদের সঙ্গে আগে থেকে যোগাযোগ করলেও থাকা–খাওয়ার হিসাব ট্রেকিংয়ের হিসাবের বাইরে ধরতে হবে আপনাকে। সানগ্লাস, ওয়াটারপ্রুফ ব্যাকপ্যাক, জ্যাকেট, সোয়েটার, প্যান্ট, উলেন ক্যাপ, হ্যান্ড গ্লাভস, থার্মোস, পানির বোতল, স্ন্যাকস, চকলেট।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *